Header Ads

সিনিয়র বৌ

সিনিয়র বৌ
                               ------সাকিব আহমদ***
.
আমি সাকিব।সবেমাত্র কলেজে উঠছি।আজ
আমার বড় ভাইয়ার বিয়ে।আমরা সবাই রেডি কিন্তু
ভাইয়াকে খুজে পাওয়া গেল না।অনেক খোজার পর
ভাইয়ার ঘর থেকে একটা চিঠি পাওয়া গেল।ভাইয়া নাকি
তার ভার্সিটির কোন এক মেয়েকে ভালবাসে।সে তাকে
ছাড়া আর কাউকে বিয়ে করবে না।তাই সে বাড়ি থেকে
চলে গেছে।
ঐদিকে মেয়ের বাড়ি থেকে ফোন দিচ্ছে,তাদের সব
রেডি।বাবা কি করবেন বুঝতে পারলেন না।হঠাত কি মনে
করে আবার মেয়ের বাবার কাছে ফোন দিলেন।তারপর
আরেক পাশে চলে গেলেন।তাদের ভিতর কি কথা হল
আমরা শুনতে পেলাম।কথা বলা শেষে বাবা ভাইয়ার
পান্জাবী,পায়জামা,বিয়ের পাগরী নিয়ে এসে
আমাকে দিয়ে বল্লেন-
:-এইগুলা পড়ে এস,
:-মানে কি বাবা?এইগুলা পড়ব কেন?
:-কারন এই বিয়ে এখন তুমি করবে।
:-কি!!আমি বিয়ে করব।আমারত বিয়ের বয়স ই হয়নি।
তাছাড়া বিয়ে করে বৌকে খাওয়াব কি??
:-সেইটা তোমাকে ভাবতে হবে না।তোমাকেই এই বিয়ে
করতে হবে।আর কোন কথা না বলে এইগুলা পড়ে এস।
.
বাবার মুখের উপর কথা বলার সাহস আমার নাই।তাই বাধ্য
হয়ে বিয়েটা করতে হল।



আজ আমার বাসর রাত।বাড়ির সবাই বৌ নিয়ে ব্যস্ত।
 
আমি ছাদে বসে সিগারেট খাচ্ছি।সিগারেট আমি খাইনা।
কিন্তু আজ কেন জানি খুব খেতে ইচ্ছা করতাছিল।তাই
বাবার সিগারেটের প্যাকেট নিয়া আসছি।সিগারেট
খাচ্ছি হঠাত পেছন থেকে পাশের বাসার ভাবি ডাক দিল
:-এই যে মি.সাকিব।এখানে কি করছ??
:-কিছুনা ভাবি।এইত আকাশ দেখতেছি।
:-নতুন বৌ রে রাইখা আকাশ দেখ।চল বাসায় চল।সবাই
তোমার জন্য Wait করতাছে।
আমি ভাবির পিছন পিছন যাচ্ছি।হঠাত ভাবি বলল-
:-সাবধানে বিড়াল মাইরো ভাই,,
:-তোমার কথা বুঝলাম না ভাবি।
:-থাক আর বুঝতে হবে না।
আমি আসলেই বুঝতে পারি নাই,বিড়াল মারাটা কি?
.
সবাই আমাকে জোর করেই বাসর ঘরে ঠুকিয়ে দিল।আমি
ঠুকে নীর(আপনাদের তো বলাই হয় নাই আমার বৌয়ের নাম
নীর।ও আমার থেকে ২ বছরের বড়)খাটে বসে আছে।আমি
গিয়ে সোফায় বসলাম।ও একগ্লাস দুধ এনে আমাকে দিল।
আমি অর্ধেকটা খেলাম।ও গিয়ে খাটে বসল।আমি চোখ
বুঝলাম।অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম।হঠাত ঘুম
ভেন্ঙে গেল।একি আমি খাটে শুয়ে আছি।নীর আমাকে
জরিয়ে ধরে ঘুমিয়ে আছে।আমার কাপর change।ইশশ।বুঝল
াম নীর change করছে।এখন খুব রাগ হচ্ছে।তাই ভাবলাম
বারান্দায় গিয়ে সিগারেট খাই।কিন্তু ওঠার সাথে সাথে
নীর বলল-
:-ঐ কই যাও??
:-আপনি কে যে আপনাকে বলব।
:-আমি তোমার বৌ।আর আপনি আপনি করতেছ কেন??
:-আপনি আমার থেকে দুই বছরের বড়।
:-তাতে কি আমি এখন তোমার বৌ।তাছাড়া বিয়ে যখন
করছ।বৌয়ের মর্যাদাতো দিতেই হবে।আসো খাটে আস।
(নীর)
:-ঐ আমি আপনাকে ইচ্ছা করে বিয়ে করিনি।
:-শোন।আমি বিয়ের আগে সম্পর্ক করি নি।কারণ আমার
সপ্ন ছিল,আমার স্বামী।আমি আমার স্বামী কে
ভালবাসব।যেহেতু তুমি আমার স্বামী।তাই তোমাকে
আমি ভালবাসি।তোমাকেও আমাকে ভালবাসতে হবে।
আস ঘুমাইতে আস।
:-দেখুন আমি আপনাকে ভালবাসতে পারব না।
:-বিয়ে যেহেতু করেছিস,ভালবাসতেই হবে।বিয়ের আগে
যত টান্কি মারছ,সব ভুইল্লা যাও।এখন যদি কোন মেয়ের
দিকে তাকাও না চোখ উঠাইয়া দিমু।No hunky punky
:-আপনি আমার সাথে এভাবে কথা বলতাছেন কেন??
:-ঐ তুই খাটে আসবি না আমি তোর বাপকে ডাকব।
বুঝলাম খাটে যেতেই হবে।কারন এই মেয়েকে বিশ্বাস
নাই,বাবকে ডাক দিতেই পারে।তাই বাধ্য হয়ে খাটে
গেলাম।এই মাইয়া আবার জরাইয়া ধরছে।'ইয়া আল্লাহ
আমারে এই পেত্নীর হাত থেকে বাচাও'এইটা বইল্লা
গুমাইয়া পরলাম।

No comments

Powered by Blogger.