Header Ads

টিকে থাকুক বন্ধুত্ব

টিকে থাকুক বন্ধুত্ব

বন্ধুর পথে আলোকিত দিনের স্বপ্ন দেখায় বন্ধুরা। আবার হাসি-কান্ন্ার ভাগাভাগিতে বন্ধুরাই শুনিয়ে যায় আশা জাগানিয়া সময়ের গান। বন্ধু হওয়ার জন্য এমন একটি প্রক্রিয়া প্রয়োজন যার মূল কেন্দ্রের রয়েছে শেয়ারিং, অংশীদারিত্ব, দুজন সঙ্গী অকপটে মনের কথা খুলে বলবে পরস্পরের কাছে, একে অপরের অনুভূতিকে বুঝবে, সেভাবে সাড়া দেবে। দুপক্ষের সমান সাড়া পাওয়া চাই। আজ বন্ধু দিবস। আধুনিক সময়ে ফেসবুকে স্ট্যাটাস বা ই কার্ড, মুঠোফোনে এসএমএস বা ফোন কলের মাধ্যমে চলবে শুভেচ্ছার আদান-প্রদান। কারণ যুগের আধুনিকতায় আমরাও হয়েছি আধুনিক ও ফ্যাশনেবল। মুঠোফোনের সঙ্গে সঙ্গে বন্ধুর সঙ্গে দেওয়া নেওয়া হবে ফ্রেন্ডশিপ কার্ড, ফ্রেন্ডশিপ বেন্ট, বই, মগ এবং বিভিন্ন গিফট আইটেম। কেউ কেউ হয়তো বিশেষ এই দিনটায় কোন রেস্টুরেন্ট বা প্রিয় জায়গায় হ্যাং আউটেও যাবে কাছের মানুষগুলোকে নিয়ে।
চাইলেই বন্ধু পাওয়া যায় না অথবা হওয়া যায় না। বন্ধু হওয়ার জন্য সে রকম মনমানসিকতার প্রয়োজন। আরো প্রয়োজন দুজনের মাঝে ভালো বোঝাপড়ার।

আমাদের শ্রেষ্ঠ বন্ধুর কাছে আমরা কোনো শপথ বা প্রতিজ্ঞা করি না অথচ অনেক প্রত্যাশা থাকে তার কাছে আমাদের, যা অলিখিত-প্রত্যাশা, সমঝোতা, কেয়ারিং এবং কনসার্ন। পরস্পরের প্রতি একটি টান, পরস্পরকে খেয়াল রাখা, চোখের আড়াল হলে মন কেমন করে…! আমরা চাই বন্ধুত্ব চিরদিন টিকে থাকুক।

বন্ধুত্ব করে আসছি আমরা অনেকেই সেই শৈশব থেকে। সুতরাং আমাদের এমন এক ধারণা হয়েছে যে ব্যাপারটি সহজাত। এরপর আমরা খুঁজে পাই বন্ধুত্বের কেন্দ্রবিন্দু- কি করে সম্পর্কের কলিকে পুষ্পায়িত করতে হয়, বাড়তে দিতে হয়, লালন-পালন করে বাঁচতে দিতে হয়। এ জন্য প্রয়োজন অখন্ড মনোযোগ ও অপূর্ব দক্ষতা।

রালফ ওয়ান্ডো ইমার্সন বলেন, ‘একজন বন্ধু খুঁজে পাওয়ার জন্য নিজেকে একজন বন্ধু হতে হয়। বন্ধু হওয়ার জন্য এমন একটি প্রক্রিয়া প্রয়োজন যার মূল কেন্দ্রের রয়েছে শেয়ারিং, অংশীদারিত্ব, দুজন সঙ্গী অকপটে মনের কথা খুলে বলবে পরস্পরের কাছে, একে অপরের অনুভূতিকে বুঝবে, সেভাবে সাড়া দেবে। দুপক্ষের সমান সাড়া পাওয়া চাই। অনেক সময় সাড়া পাওয়া-দেওয়া একপেশে হলে শ্রেষ্ঠ বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এ জন্যই দুজনই পুরোপুরি অকপটে সব কথাই পরস্পর বলবে তা নয়- একটি সম্পর্কের মধ্যে অন্তরঙ্গতা মানে নিজের সবকিছু এক তোড়ে বের করে দেওয়া নয়- এটি হলো শোনা এবং অংশীদার হওয়া-‘লিসেনিং অ্যান্ড শেয়ারিং।’ ক্রমে অসংখ্য মানুষ দেখছেন যে, বন্ধুত্বের ব্যাপারে মেয়ে বা পুরুষ বড়ো কথা নয়, জেন্ডার ইস্যু এখানে নিতান্ত গৌণ। হাসি-গান, আনন্দের রঙিন অধ্যায় কিংবা কষ্টকর বিষণœতার অবসাদে যে অতি আপন হয়ে নিজের গুরুত্ব প্রকাশ করে অনবদ্যভাবে সে হলো বন্ধু। ভালোলাগে বন্ধুর সঙ্গে স্বপ্নের মায়াজাল বুনতে। মেঘলা দিনে আকাশে রংধনু খুঁজতে। কারণ সময়ের ঘড়ি ধরে পৃথিবী যতোই আধুনিক হোক না কেন, বন্ধুর গুরুত্ব কমেনি বরং বেড়েই চলেছে। বন্ধুত্ব নিয়ে তাই তো শ্রীকান্ত আচার্য গেয়েছে, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। পথে চলতে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়। কিন্তু সত্যিকারের পথের সাথী পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই প্রিয় বন্ধুর গুরুত্বই থাকে আলাদা। কারণ সত্যিকারের বন্ধুর সঙ্গে স্বার্থের লেনদেন থাকে না। থাকে মিষ্টি বোঝাপড়া। আজ বন্ধু দিবস। আধুনিক সময়ে মুঠোফোনে এসএমএস-ঝগঝ বা ফোন কলের মাধ্যমে চলবে শুভেচ্ছার আদান-প্রদান। কারণ যুগের আধুনিকতায় আমরাও হয়েছি আধুনিক ও ফ্যাশনেবল। মুঠোফোনের সঙ্গে সঙ্গে বন্ধুর সঙ্গে দেওয়া নেওয়া হবে ফ্রেন্ডশিপ কার্ড, ফ্রেন্ডশিপ বেন্ট, বই, মগ এবং বিভিন্ন গিফট আইটেম। অনেকে আবার বন্ধুকে দেবেন প্রিয় রঙে রাঙানো টি শার্ট, ফতুয়া বা বিভিন্ন ধরনের পোশাক। আমাদের দেশের ফ্যাশন হাউসগুলোও তাই বন্ধু দিবসকে সামনে রেখে সেজেছে নতুন সাজে। বিভিন্ন ধরনের গিফট সামগ্রী বা পোশাকে সমৃদ্ধ করেছে তাদের ভাণ্ডার। এসব হাউসগুলো থেকে সহজেই বন্ধুরা সংগ্রহ করছে তাদের প্রিয় উপহারটি বন্ধুকে দেওয়ার জন্য। বর্তমানে এই ফ্যাশনেবল সময়ে বন্ধুত্বও তার পোশাকের গতিধারায় এনেছে নতুনত্ব। তাইতো বন্ধুদের সঙ্গে আড্ডা, লং ড্রাইভে যাওয়া বা পার্টিতে প্রিয় পোশাক হয়ে ওঠে জিন্স, ফতুয়া, স্কার্ট, টপস বা শর্ট কামিজ, টি-শার্ট। সহজে ব্যবহারযোগ্য এসব পোশাক কিশোর বা তরুণ বয়সের বন্ধুদের কাছে খুব প্রিয়। অন্যদিকে প্রবীণেরাও পিছিয়ে নেই বন্ধুত্বের ফ্যাশনেবল ধারা থেকে। তাইতো তাদের বন্ধু দিবসের সাজও অনেকটাই আধুনিক। তবে যতো আধুনিকতাই আসুক না কেন বা যে বয়সেই হোক না কেন বন্ধুর সঙ্গে প্রিয় মুহূর্তে কিন্তু চুটিয়ে আড্ডা দেওয়া। যদিও আড্ডার বিষয়ে এসেছে পরিবর্তন, হয়েছে আধুনিক। তবুও বন্ধুর সঙ্গে আড্ডা অনেকটাই যেন সজিব ও প্রাণবন্ত করে তোলে আমাদের।

তবে বন্ধু হলেই চলবে না, বন্ধুত্ব রক্ষা করতেও হতে হবে মনোযোগী। এছাড়াও বন্ধু হতে পারে বই, সহপাঠী, জীবন সঙ্গী,  ভাইবোন। তবে যতো কিছুই হোক বন্ধুত্বে হতে হবে যতœবান।

No comments

Powered by Blogger.