Header Ads

Poem/কবিতা


কবিতা
                      ""অক্ষমতা""
   ___বায়জীদ বোস্তামী বাপ্পী

বিজন গৃহে শূন্যতার বহর
শয়ন আবাসনে গ্লানির চাদর,
পুরাতন ক্ষত:পুরাতন ঘোর
জমা আছে আসীমের আদর।
নতুনত্ব অধরার নীল আকাশে
অন্বেষণ;নেহাতি হিম অন্ধকার,
কাছে থেকে দূরের অবয়ব
আমি সঞ্চিত ভ্যাটে বারবার।
ললাটের দোহাই পাল্টা ছলনা
মরচে পড়া অন্তরীয় ক্ষত,
প্রসারে তুল্য সরষে দানা
অর্ণবে সূচি খোঁজার মতো।
ভুলে ভরা ঠেস লাগাম
সীমা পরাপারে ঢের বাধা,
প্রাণের উল্লাসে থেকে যায়
উপভোগ যতো আধা আধা।
দৃষ্টির অগোচরে ছায়াময় সব
শিকলে বন্দি সবার মানবতা,
যুগে যুগে পলা বদল করে
সত্তার জ্বালাময়ী পাপ অক্ষমতা।






No comments

Powered by Blogger.